বেলদা-দীঘা রাজ্য সড়ক অবরোধ পড়ুয়াদের, উঠল বাস স্টপেজের দাবি
পূর্ব মেদিনীপুর, ১০ জুলাই (হি.স.): সরকারি কলেজের সামনে বাস স্টপেজের দাবি তুলে পথ অবরোধ পড়ুয়াদের। বুধবার দুপুরে কাশীমূলীতে বেলদা-দীঘা ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। পড়ুয়াদের দাবি, কাশীমূলী বাসস্ট্যান্ড থেকে দু’কিলোমিটার দূরে রাস্তার ধারেই তাদের
1


পূর্ব মেদিনীপুর, ১০ জুলাই (হি.স.): সরকারি কলেজের সামনে বাস স্টপেজের দাবি তুলে পথ অবরোধ পড়ুয়াদের। বুধবার দুপুরে কাশীমূলীতে বেলদা-দীঘা ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা।

পড়ুয়াদের দাবি, কাশীমূলী বাসস্ট্যান্ড থেকে দু’কিলোমিটার দূরে রাস্তার ধারেই তাদের এই কলেজ। এই কলেজের সামনে বাস দাঁড় করানোর জন্য বহুবার আবেদন জানানো সত্বেও সুরাহা হয়নি। ফলে দু’কিলোমিটার দূরে বাস স্টপেজে নেমে হেঁটে কলেজে আসতে হয় পড়ুয়াদের। বহুবার প্রশাসনিক দফতরকে জানিয়েও সুরাহা না হওয়ায় মঙ্গলবার দুপুরে রাজ্য সড়ক অবরোধ করে কলেজ পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে প্রায় দু'ঘণ্টা পর ওঠে এই অবরোধ। অবরোধের ফলে কাজের দিনে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

হিন্দুস্থানের খবর / Rakesh Das / Sonali Das




 

 rajesh pande