শেওড়াফুলি ও ব্যান্ডেল স্টেশনে পূর্ব রেলের বিশেষ টিকিট পরীক্ষা অভিযান, আদায় দুই লক্ষের বেশি রাজস্ব
কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- শুক্রবার যাত্রী শৃঙ্খলা বজায় রাখা, টিকিটবিহীন যাত্রা রোধ এবং স্টেশনের পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অধীন শেওড়াফুলি ও ব্যান্ডেল স্টেশনে বিশেষ টিকিট পরীক্ষা ও পরিদর্শন অভিযান চালানো হল। গ
টিকিট পরীক্ষা


কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- শুক্রবার যাত্রী শৃঙ্খলা বজায় রাখা, টিকিটবিহীন যাত্রা রোধ এবং স্টেশনের পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অধীন শেওড়াফুলি ও ব্যান্ডেল স্টেশনে বিশেষ টিকিট পরীক্ষা ও পরিদর্শন অভিযান চালানো হল। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত এই অভিযানের তদারকি করেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ড. উদয় শঙ্কর ঝা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন, ডিসিএম হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় সহ বাণিজ্যিক ও নিরাপত্তা বিভাগের আধিকারিকরা।শেওড়াফুলি স্টেশনে প্ল্যাটফর্ম ৫ ও ৬ সংলগ্ন সার্কুলেটিং এরিয়া, পার্কিং স্ট্যান্ড, প্রধান বুকিং অফিস, মহিলা ওয়েটিং রুম, ফুট ওভারব্রিজ এবং এটিভিএম-এর কার্যকারিতা খতিয়ে দেখা হয়। অন্যদিকে ব্যান্ডেল স্টেশনে প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, পে-অ্যান্ড-ইউজ শৌচালয়, এস্কেলেটর, ট্রেন ও কোচ ইন্ডিকেশন বোর্ড, পানীয় জলের ব্যবস্থা এবং অনুমোদিত পার্কিং স্ট্যান্ড পরিদর্শন করা হয়। যাত্রীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে পরিষেবা সংক্রান্ত মতামতও নেওয়া হয়।দুই স্টেশনে মোট ৫২ জন কর্মী মোতায়েন ছিলেন। অভিযানে মোট ৮২৫টি অনিয়ম ধরা পড়ে, যার মধ্যে ৪৭৯টি জরিমানা মামলা, ২৮০টি আনবুকড লাগেজ এবং ৬৬টি নোংরা করার ঘটনা রয়েছে। এর ফলে রেল রাজস্ব আদায় হয়েছে ২ লক্ষ ২ হাজার ২৯০ টাকা। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও যাত্রী স্বার্থে এমন অভিযান চালানো হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande