এখন যুদ্ধের সময় নয়, যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে না : প্রধানমন্ত্রী
ভিয়েনা, ১০ জুলাই (হি.স.) : যুদ্ধ নয়, সংলাপে ভরসা ও বিশ্বাস রাখে ভারত। বিশ্বকে আবারও তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সে দেশের চ্যান্সেলরের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমি আগেও বলেছ
1


ভিয়েনা, ১০ জুলাই (হি.স.) : যুদ্ধ নয়, সংলাপে ভরসা ও বিশ্বাস রাখে ভারত। বিশ্বকে আবারও তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সে দেশের চ্যান্সেলরের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমি আগেও বলেছি, এখন যুদ্ধের সময় নয়, আমরা যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাব না। যেখানেই হোক, নিরীহ মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। ভারত ও অস্ট্রিয়া সংলাপ এবং কূটনীতির উপর জোর দেয় এবং এ জন্য আমরা যে কোনও সমর্থন দিতে প্রস্তুত।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমার এই সফর ঐতিহাসিক এবং বিশেষ। ৪১ বছর পর অস্ট্রিয়া সফরে এসেছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাস আমাদের সম্পর্কের শক্তিশালী ভিত্তি। আমাদের সম্পর্কগুলি পারস্পরিক বিশ্বাস ও ভাগ করা স্বার্থ দ্বারা শক্তিশালী হয়।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, আমরা উভয় দেশই সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাই। আমরা একমত যে, সন্ত্রাস কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাস কোনও ভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। আমরা রাষ্ট্রসঙ্ঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে সমসাময়িক এবং কার্যকর করার জন্য সংস্কার করতে সম্মত। মোদী বলেছেন, ভারত ও অস্ট্রিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার জন্য আমরা নতুন সম্ভাবনা চিহ্নিত করেছি। আমরা আমাদের সম্পর্ককে কৌশলগত দিক নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

হিন্দুস্থানের খবর / Rakesh Das / Sonali Das




 

 rajesh pande