মস্কো, ১৩ সেপ্টেম্বর (হি.স.): রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূলে শনিবার অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেত্রোপভলভস্ক-কামচাটস্কির ১১১.৭ কিলোমিটার পূর্বে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
শনিবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার পূর্বে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা