কার্ফু শিথিল হতেই ভারত-নেপাল সীমান্ত দিয়ে যাতায়াত বাড়ল
দার্জিলিং, ১২ সেপ্টেম্বর, (হি.স.): শুক্রবার নেপালের বেশ কিছু এলাকায় কার্ফু শিথিল করা হয়েছে। মূলত কাঠমান্ডুতে আটকে থাকা বিদেশিদের জন্যই এই কার্ফু নিয়ম শিথিল করা হয়েছে শুক্রবার কার্ফু কিছুটা শিথিল হতেই ভারত-নেপাল সীমান্তের একাধিক চেক পয়েন্ট দিয়ে যাতায়
কার্ফু শিথিল হতেই ভারত-নেপাল সীমান্ত দিয়ে যাতায়াত বাড়ল


দার্জিলিং, ১২ সেপ্টেম্বর, (হি.স.): শুক্রবার নেপালের বেশ কিছু এলাকায় কার্ফু শিথিল করা হয়েছে। মূলত কাঠমান্ডুতে আটকে থাকা বিদেশিদের জন্যই এই কার্ফু নিয়ম শিথিল করা হয়েছে

শুক্রবার কার্ফু কিছুটা শিথিল হতেই ভারত-নেপাল সীমান্তের একাধিক চেক পয়েন্ট দিয়ে যাতায়াত করেন দুই দেশে বাসিন্দারা। ওই এলাকায় সবার সুধিবার জন্য হেল্প ডেস্ক চালু করেছে ভারতের সশস্ত্র সীমা বল (এসএসবি)।

নেপালের সেনা জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে আবার কার্ফু জারি করা হবে। তা জারি থাকবে শনিবার সকাল ৬টা পর্যন্ত।

কাঠমান্ডু উপত্যকায় চলা কার্ফুর কারণে আটকে পড়া বিদেশি নাগরিকদের সুবিধার্থে নেপালের কর্তৃপক্ষ অস্থায়ী ব্যবস্থা ঘোষণা করেছেন। ইমিগ্রেশন আধিকারিকরা জানিয়েছেন, যে সব আন্তর্জাতিক ভ্রমণকারীর ভিসা ৮ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ছিল, তাঁরা এখন অতিরিক্ত মাসুল ছাড়াই ‘এক্সিট পারমিট’ পাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande