কিয়েভ, ১২ সেপ্টেম্বর (হি.স.): ইউক্রেনে আকস্মিক সফরে এসে আহত সেনাদের পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। শুক্রবার কিয়েভে তাঁর আসার খবর জানানো হলেও নিরাপত্তার কারণে আর কোনও বিষয় প্রকাশ করা হয়নি। এদিন ভোরে প্রিন্স হ্যারি কিয়েভে পৌঁছান। হ্যারি বলেন, যুদ্ধ থামানো সম্ভব নয়, তবে পুনরুদ্ধারে সহায়তা করা যায়।
প্রিন্স হ্যারি ইনভিক্টাস গেমস-এর প্রতিষ্ঠাতা। হ্যারি ইনভিক্টাস গেমস ফাউন্ডেশনের একটি দলের সঙ্গে ইউক্রেন সফরে গেছেন তিনি। উল্লেখ্য, আহত সেনাদের সহায়তা দিয়ে থাকে ইনভিক্টাস গেমস ফাউন্ডেশন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ