বিবাহবিচ্ছেদের পর মুসলমান মহিলারাও ভরণপোষণ দাবির অধিকারী: সুপ্রিম কোর্ট
বিবাহবিচ্ছেদের পর মুসলমান মহিলারাও ভরণপোষণ দাবির অধিকারী: সুপ্রিম কোর্ট
004


নয়াদিল্লি, ১০ জুলাই (হি. স.) : বিবাহবিচ্ছেদ হলে মুসলমান মহিলারাও স্বামীর কাছে খোরপোশ দাবি করতে পারবেন। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এই রায় দিয়েছে। এদিনের রায়কে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

জানা গেছে, মুসলিম মহিলাদের পক্ষে বড় সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে বিবাহবিচ্ছেদের পরে মুসলমান মহিলারা তাদের স্বামীর কাছ থেকে ভরণপোষণ দাবি করতে পারেন। আদালত জানিয়েছে যে, একজন মুসলিম মহিলা বিবাহবিচ্ছেদের পরে তার স্বামীর কাছ থেকে ভরণপোষণ দাবি করার অধিকারী। ফৌজদারি আইনের ১২৫ ধারা কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই নয়, সমস্ত মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ

হিন্দুস্থানের খবর / সৌম্যজিৎ চক্রবর্তী / Sonali Das




 

 rajesh pande