ওড়িশায় অস্ত্র-সহ ২২ মাওবাদীর আত্মসমর্পণ
ভুবনেশ্বর, ২৩ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার ২২ জন মাওবাদী অস্ত্র সহ মালকানগিরি জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। মাওবাদীরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ১৫০টি তাজা কার্তুজ, ৯টি ম্যাগাজিন, ২০ কেজি বিস্ফোরক, ১৩টি আইইডি, জিলেটিন স্টিক ও মাওবাদ সংক্রান্ত কিছু
ওড়িশায় অস্ত্র-সহ ২২ মাওবাদীর আত্মসমর্পণ


ভুবনেশ্বর, ২৩ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার ২২ জন মাওবাদী অস্ত্র সহ মালকানগিরি জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। মাওবাদীরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ১৫০টি তাজা কার্তুজ, ৯টি ম্যাগাজিন, ২০ কেজি বিস্ফোরক, ১৩টি আইইডি, জিলেটিন স্টিক ও মাওবাদ সংক্রান্ত কিছু বই নিয়ে সমর্পণ করে। তারা পুলিশের ডিজিপি ওয়াই.বি. খুরানিয়ার কাছে আত্মসমর্পণ করে।

সাংবাদিক সম্মেলনে ডিজিপি ওয়াই.বি. খুরানিয়া জানিয়েছেন, হিংসার পথ ত্যাগ করে তারা আত্মসমর্পণ করেছে| তাদের পুনর্বাসন এবং সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে। তিনি বাকিদেরও হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী এই মাওবাদীদের মাথার মোট দাম ছিল ২.২৫ কোটি টাকারও বেশি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande