বিজেপির কার্যকরী সভাপতি হওয়ার পর প্রথমবার পাটনায় নীতিন নবীন
পাটনা, ২৩ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যকরী সভাপতি হওয়ার পর মঙ্গলবার প্রথম পাটনায় এলেন নীতিন নবীন| বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনের জন্য এদিন
বিজেপির কার্যকরী সভাপতি হওয়ার পর প্রথমবার পাটনায় নীতিন নবীন


পাটনা, ২৩ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যকরী সভাপতি হওয়ার পর মঙ্গলবার প্রথম পাটনায় এলেন নীতিন নবীন| বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনের জন্য এদিন রোডশোর আয়োজন করা হয়। পাটনা বিমানবন্দরের কাছে অরণ্য ভবন থেকে শুরু হওয়া এই রোডশো বীরচাঁদ প্যাটেল মার্গে রাজ্য বিজেপি দফতরের কাছে মিলার হাই স্কুল মাঠে শেষ হয়।

নীতিন নবীনকে স্বাগত জানাতে বিজেপি কর্মীরা জড়ো হয়েছিল। বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি নীতিন নবীনকে স্বাগত জানান। উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নীতিনকে শাল এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande