
নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে দীপু দাসকে হত্যার প্রতিবাদে দিল্লির বাংলাদেশ হাই কমিশনের বাইরে ফের উত্তেজনা ছড়িয়েছে। এর আগে হাই কমিশনের সামনে হিন্দু সংগঠনের বিক্ষোভকে ঘিরেই নিরাপত্তার প্রশ্ন তুলেছিল বাংলাদেশ। সোমবার থেকে দিল্লিতে হাই কমিশনের কনস্যুলার পরিষেবা এবং ভিসা দানও বন্ধ রেখেছে তারা। মঙ্গলবার সকাল থেকে চাপা উত্তেজনা ছিল দিল্লিতে। হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হয় হাই কমিশন চত্বর। দিকে দিকে বসানো হয় পুলিশ ব্যারিকেড। মোতায়েন ছিল অতিরিক্ত বাহিনীও। তবে বেলা গড়াতেই উত্তেজনা ছড়ায়। বহু লোক জড়ো হন সেখানে। জমায়েতের মধ্যে মুহাম্মদ ইউনূসের কুশপুতুলও পোড়ানো হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। তাঁদের আটকানোর চেষ্টা করছে পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ