সিডনি, ১৯ জুলাই (হি.স.): অস্ট্রেলিয়ার প্রাক্তন আইওসি কর্মকর্তা এবং অলিম্পিয়ান কেভান গসপার ৯০ বছর বয়সে মারা গেলেন। তিনি ২০০০ সালে সিডনির অলিম্পিক ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, অল্প অসুস্থতার পর কেভান গসপার মারা যান। কেভিন গসপার ১৯৫৬ সালের মেলবোর্ন গেমসে অস্ট্রেলিয়ার ৪x৪০০ মিটার ট্র্যাক রিলে দলে অংশ নিয়ে একটি অলিম্পিক রৌপ্যপদক জিতেছিলেন এবং ১৯৬০ সালে রোম অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। এরপর তিনি খেলা ছেড়ে দেশ এবং বিশ্বের শীর্ষ ক্রীড়া প্রশাসক হিসাবে পরিচিত হয়েছিলেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / সৌম্যজিৎ চক্রবর্তী