গ্রিনল্যান্ড ইস্যুতে ফ্রান্স বিশ্বকাপ বয়কট করবে না
প্যারিস, ২২ জানুয়ারি (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নিতে চাওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। ক্রীড়
গ্রিনল্যান্ড ইস্যুতে ফ্রান্স বিশ্বকাপ বয়কট করবে না


প্যারিস, ২২ জানুয়ারি (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নিতে চাওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি।

ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি সাংবাদিকদের বলেছেন, খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে চান তিনি।

“এই মুহূর্তে আমরা বলছি, এই বড় ও বহু-প্রত্যাশিত প্রতিযোগিতা বয়কট করার কোনো ইচ্ছা মন্ত্রণালয়ের নেই। সামনে কী হতে পারে, তা আগে থেকে অনুমান করছি না আমি।”

২০২৬ বিশ্বকাপ সকল ক্রীড়াপ্রেমীর জন্য খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande