আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন মুজিব
দুবাই, ২২ জানুয়ারি (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ও চতুর্থ ওভার মিলিয়ে হ্যাটট্রিক করলেন মুজিব। আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সংস্করণে পরপর তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই রহস্য স্পিন
আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন মুজিব


দুবাই, ২২ জানুয়ারি (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ও চতুর্থ ওভার মিলিয়ে হ্যাটট্রিক করলেন মুজিব।

আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সংস্করণে পরপর তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই রহস্য স্পিনার। আর

চার ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন মুজিব। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন রাশিদ খান, ২০১৯ সালে দেহরাদূন আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ২০২৩ সালে সিলেটে বাংলাদেশের বিপক্ষে এই স্বাদ পান কারিম জানাত।

দুবাইয়ে বুধবার ১৯০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানে থামিয়ে ৩৯ রানের জয় পায় আফগানিস্তান।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande