চ্যাম্পিয়ন্স লিগ: শীর্ষ আট নিশ্চিত করলো বায়ার্ন মিউনিখ
মিউনিখ, ২২ জানুয়ারি (হি.স.): আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ম্যাচের শেষ আধঘন্টা দশজনে খেলে জয় পেল বায়ার্ন। ২-০ গোলে জয় পেল তারা ইউনিয়ঁ সাঁ জিলোয়াজের বিরুদ্ধে । ৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর আবার আক্র
চ্যাম্পিয়ন্স লিগ:  শীর্ষ আট নিশ্চিত করলো বায়ার্ন মিউনিখ


মিউনিখ, ২২ জানুয়ারি (হি.স.): আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ম্যাচের শেষ আধঘন্টা দশজনে খেলে জয় পেল বায়ার্ন। ২-০ গোলে জয় পেল তারা ইউনিয়ঁ সাঁ জিলোয়াজের বিরুদ্ধে ।

৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর আবার আক্রমণে গিয়ে ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি। নিজেই স্পট কিক নিয়ে ব্যবধান ২-০ করেন এই ইংলিশ স্ট্রাইকার।

আসরে সাত ম্যাচে কেইনের গোল হল সাতটি। এই জয় তাদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল।

সাত ম্যাচের ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল বায়ার্ন। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে ইউনিয়ঁ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande