দলবদলে চমক, জিকসনকে সই করাল ইস্টবেঙ্গল
কলকাতা, ১৯ জুলাই (হি.স.): কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলতেন জাতীয় দলের মিডফিল্ডার জিকসন। বিশ্বকাপে একমাত্র ভারতীয় গোলদাতা তিনি। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন জিকসন। সেই জিকসনকে চার বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল। সূ
s5


কলকাতা, ১৯ জুলাই (হি.স.): কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলতেন জাতীয় দলের মিডফিল্ডার জিকসন। বিশ্বকাপে একমাত্র ভারতীয় গোলদাতা তিনি। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন জিকসন। সেই জিকসনকে চার বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ভারতীয় ফুটবলে রেকর্ড অঙ্কের চুক্তিতে জিকসনকে সই করানো হয়েছে। তবে চুক্তির অঙ্ক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / সৌম্যজিৎ চক্রবর্তী




 

 rajesh pande