মহিলাদের এশিয়া কাপ:উদ্বোধনী ম্যাচে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে চার উইকেটে হারাল
ডাম্বুলা, ১৯ জুলাই (হি.স.): শুক্রবার ডাম্বুলায় মহিলা এশিয়া কাপ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে নেপালের সামজানার অপরাজিত ৭২ সুবাদে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে চার উইকেটে হারাল। মহিলা এশিয়া কাপের ইতিহাসে তারা প্রথম জয় পেল। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত
মহিলাদের এশিয়া কাপ:উদ্বোধনী ম্যাচে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে চার উইকেটে হারাল


ডাম্বুলা, ১৯ জুলাই (হি.স.): শুক্রবার ডাম্বুলায় মহিলা এশিয়া কাপ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে নেপালের সামজানার অপরাজিত ৭২ সুবাদে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে চার উইকেটে হারাল। মহিলা এশিয়া কাপের ইতিহাসে তারা প্রথম জয় পেল।

প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে, নেপাল ২০ ওভারে সংযুক্ত আরব আমিরাতকে ১১৫ রানে আউট করে ।এর জবাবে, নেপাল লক্ষ্য তাড়া করে ১৬.১ ওভারে ঐতিহাসিক জয় তুলে নেয় ছয় উইকেট হারিয়ে।ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সমঝনা খড়কা।তিনি ১১টি চারের সাহায্যে ৭২* (৪৫) রান করেন।

হিন্দুস্থান সমাচার/ শান্তি

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / সোনালি দাস




 

 rajesh pande