বিশ্বজুড়ে 'স্তব্ধ' মাইক্রোসফট, ঠাট্টা ইলন মাস্কের
ক্যালিফর্নিয়া, ১৯ জুলাই (হি. স.): বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজে গোলোযোগ। মাথায় হাত কোটি কোটি মাইক্রোসফট ব্যাবহারকারীর। শুক্রবার সকালে কম্পিউটার, ল্যাপটপ খুলতেই ভেসে ওঠে নীল রঙের একটি স্ক্রিন। কম্পিউটারের পরিভাষায় একে বলে, 'ব্লু স্ক্রিন অফ ডেথ'। মা
news


ক্যালিফর্নিয়া, ১৯ জুলাই (হি. স.): বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজে গোলোযোগ। মাথায় হাত কোটি কোটি মাইক্রোসফট ব্যাবহারকারীর। শুক্রবার সকালে কম্পিউটার, ল্যাপটপ খুলতেই ভেসে ওঠে নীল রঙের একটি স্ক্রিন। কম্পিউটারের পরিভাষায় একে বলে, 'ব্লু স্ক্রিন অফ ডেথ'। মাইক্রোসফট বিভ্রাটের জেরে ব্যাহত ব্যাঙ্ক, বিমানবন্দরের পরিষেবা। কার্যত বন্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্বের তথ্যপ্রযুক্তি বিভাগের নিত্যনৈমিত্তিক কাজ। মাইক্রোসফট উইন্ডোজে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে অনেক ব্যাবহারকারী ক্ষোভ উগড়ে দিয়েছেন এক্স হ্যান্ডেলে। কেউ কেউ আবার মজা করে মিম–ও শেয়ার করেছেন এক্স -এ। মাইক্রোসফটের এমন দুর্গতি দেখে এদিন ঠাট্টা করেছেন খোদ এক্স-এর মালিক ইলন মাস্ক।

এক্স হ্যান্ডেলে এক নেটিজেন মজা করে লিখেছেন, 'বাকি সবকিছু বন্ধ, এই অ্যাপটি (এক্স) এখনও কাজ করছে'। সেই পোস্ট দেখে নিজের হাসি চেপে রাখতে পারেননি খোদ মাস্ক। ওই পোস্টটি নিজের এক্স হ্যান্ডেলে হাসির ইমোজি দিয়ে শেয়ার করেছেন এক্স–এর কর্ণধার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ চক্রবর্তী / রাকেশ দাশ




 

 rajesh pande