


।। রাজীব দে ।।
ঢাকা, ১৬ ডিসেম্বর (হি.স.) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার সকাল ৬-টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন প্রথমে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শহিদ বেদির মূল স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এর পর সকাল ৭-টা ১০ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী বীর শহিদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সে সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে নিজেদের বক্তব্য লিপিবদ্ধ করে স্বাক্ষর করেছেন। সে সময় তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, বিভিন্ন দেশের কূটনীতিক, আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলাশাসক উপস্থিত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে।
এদিকে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষও আজ শ্রদ্ধা জানিয়েছেন। মুক্তিযুদ্ধে যাঁদের প্রাণের বিনিময়ে বাংলার বুকে অর্জিত হয়েছে নতুন এক ভূখণ্ড, জাতির সেই সূর্য-সন্তানদের স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে আজ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস