সিরিয়ায় আইএসআইএস হামলায় নিহত দুই মার্কিন সেনা আধিকারিক
ওয়াশিংটন, ১৬ ডিসেম্বর (হি.স.): সিরিয়ার পালমিরায় অঞ্চলে আইএসআইএসের সশস্ত্র হামলায় নিহত তিনজনের মধ্যে দু’জন মার্কিন সেনা আধিকারিক বলে নিশ্চিত করেছে পেন্টাগন। নিহতরা হলেন আইওয়া ন্যাশনাল গার্ডের সদস্য সার্জেন্ট এডগার ব্রায়ান টোরেস-টোভার (২৫) এবং
সিরিয়ায় আইএসআইএস হামলায় নিহত দুই মার্কিন সেনা আধিকারিক


ওয়াশিংটন, ১৬ ডিসেম্বর (হি.স.): সিরিয়ার পালমিরায় অঞ্চলে আইএসআইএসের সশস্ত্র হামলায় নিহত তিনজনের মধ্যে দু’জন মার্কিন সেনা আধিকারিক বলে নিশ্চিত করেছে পেন্টাগন। নিহতরা হলেন আইওয়া ন্যাশনাল গার্ডের সদস্য সার্জেন্ট এডগার ব্রায়ান টোরেস-টোভার (২৫) এবং সার্জেন্ট উইলিয়াম নাথানিয়েল হাওয়ার্ড (২৯)। এই হামলায় একজন দোভাষীও নিহত হন।

সোমবার (ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার )পেন্টাগনের তরফে জানানো হয়েছে, শনিবার আইএসআইএসের এক বন্দুকধারী অতর্কিতে হামলা চালায়। ঘটনায় আরও তিন মার্কিন সেনা আহত হন এবং হামলাকারীকে পরে গুলি করে হত্যা করা হয়। আইওয়ার গভর্নর কিম রেনল্ডস নিহত সেনাদের ‘দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ’-এর কথা উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।

মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিরিয়ায় প্রায় এক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে আইএসআইএস দমনে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটি মার্কিন সেনাদের উপর প্রথম বড় হামলা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande