
বার্লিন, ১৬ ডিসেম্বর (হি.স.): ইউক্রেন যুদ্ধ ঘিরে সম্ভাব্য শান্তি প্রক্রিয়ায় নতুন কূটনৈতিক গতি লক্ষ্য করা যাচ্ছে। জার্মানির চ্যান্সেলর (প্রধানমন্ত্রী) ফ্রিডরিখ মের্ৎস ও ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মধ্যে বার্লিনে অনুষ্ঠিত বৈঠক ও যৌথ সাংবাদিক সম্মেলনে সংঘর্ষবিরতির সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।
চ্যান্সেলর মের্ৎস বৈঠককে ‘উৎপাদনশীল’ আখ্যা দিয়ে বলেন, আলোচনার প্রাথমিক পর্যায় হলেও প্রথমবারের মতো বাস্তব সংঘর্ষবিরতির সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। তিনি এই কূটনৈতিক অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। মের্ৎস জানান, রাশিয়া এখনও কঠোর ও সর্বোচ্চ দাবি তুলে সময় ক্ষেপণের চেষ্টা করছে, তবে ইউরোপীয় দেশগুলি আলোচনার পথেই অটল।
তিনি ইউক্রেনের জন্য প্রস্তাবিত মার্কিন ‘আইনি ও বাস্তব নিরাপত্তা গ্যারান্টি’কে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। একই সঙ্গে স্পষ্ট করেন, ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ইউক্রেনীয় নাগরিকদেরই রয়েছে।
রাষ্ট্রপতি জেলেনস্কি বলেন, ইউক্রেন চায় তার জাতীয় স্বার্থের প্রতি পূর্ণ সম্মান। তিনি জোর দিয়ে বলেন, কার্যকর ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনও শান্তি চুক্তি সম্ভব নয়। সীমান্ত ও ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলি ইউক্রেনের জন্য অত্যন্ত সংবেদনশীল বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ইউরোপীয় ইউনিয়নে বাজেয়াপ্ত করা রুশ সম্পদ ব্যবহারের প্রশ্নে মের্ৎস জানান, বর্তমান প্রস্তাবই এমন একটি পথ যা ইইউ-র ভোটিং কাঠামোর মধ্যে অনুমোদনযোগ্য। তিনি সতর্ক করেন, আসন্ন ইউরোপীয় কাউন্সিল বৈঠকে ঐকমত্য না হলে তা ইইউ-র বিশ্বাসযোগ্যতা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞ মহলে এই বৈঠককে ইউক্রেন সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য