বাংলাদেশে মৃত্যু বেড়ে ১০৫, দেশজুড়ে কারফিউ জারি করল হাসিনা সরকার
ঢাকা, ২০ জুলাই (হি.স.): ছাত্র-বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫। এরইমধ্যে শুক্রবার রাত থেকে বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনীও। বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থা সংস
Bangladesh


ঢাকা, ২০ জুলাই (হি.স.): ছাত্র-বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫। এরইমধ্যে শুক্রবার রাত থেকে বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনীও। বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে ছাত্র-বিক্ষোভ চলছে। পরিস্থিতি বেগতিক দেখে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশে শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়াদের সংঘাতের জেরে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জুড়ে এখন জারি রয়েছে কারফিউ। শুক্রবার রাতেই এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি তিনি জানিয়েছেন, দেশ জুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আন্দোলনের জেরে বাংলাদেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে শেখ হাসিনার সরকার।

হিন্দুস্থান সমাচার / রাকেশ দাশ / Santosh Madhup




 

 rajesh pande