নাশকতায় বিধ্বস্ত বিটিভি ভবন পরিদর্শন হাসিনার, অশ্রুসজল চোখে সান্ত্বনা কমকর্তাদের
নাশকতায় বিধ্বস্ত বিটিভি ভবন পরিদর্শন হাসিনার
Hasina visited the vandalized BTV building


।। রাজীব দে ।।

ঢাকা, ২৬ জুলাই (হি.স.) : বাংলাদেশে কোটা আন্দোলনের নামে দুর্বৃত্তদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ ধ্বংসযজ্ঞ সচক্ষে দেখে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে। এ সময় সেখানে হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা ঘটে।

আজ শুক্রবার সকাল সোয়া ৯-টার দিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এর পর দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সব বিভাগ পরিদর্শন করেন তিনি। বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ সচক্ষে দেখে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে। আর বিটিভি কর্মকর্তারা তাঁদের চোখের জল ধরে রাখার চেষ্টা করছিলেন। চারপাশের পরিবেশ ভারি হয়ে উঠলে প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত দেখা গেছে।

এ সময় বিটিভির মহাপরিচালক ড. মোহম্মদ. জাহাঙ্গির আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিটিভি ভবনে ভয়াবহ তাণ্ডবের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেন। তখন প্রধানমন্ত্রী বিটিভির ক্রন্দনরত মহাব্যবস্থাপক মাহফুজা আখতারকে অশ্রুসিক্ত নয়নে সান্ত্বনা দেন। এদিকে বিটিভি সদর দফতর এবং ভবনে ভাঙচুরের একটি ভিডিও চিত্রও প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে। পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার দফতরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রিপরিষদের সচিব মহম্মদ মাহবুব হোসেন, মুখ্যসচিব মহম্মদ তোফাজ্জল হোসেন মিয়াঁ, তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের সিনিয়র সচিব মোহম্মদ হুমায়ুন কবির খন্দকার এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই বিকালে বিটিভি ভবনে আগুন ধরিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যা ৬-টার দিকে বিটিভির নিয়ন্ত্রণ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনের একদিন পর প্রধানমন্ত্রী রামপুরায় বিটিভি ভবন পরিদর্শন করেন। (সমাপ্ত)

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস / সমীপ কুমার দাস




 

 rajesh pande