হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা, নির্যাতনের প্রতিবাদে ঢাকায় হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন ও সমাবেশ
হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা, নির্যাতনের প্রতিবাদে ঢাকায় হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন ও সমাবেশ
Human chain and rally of Hindu Students Mahajot in Dhaka


।। রাজীব দে ।।

হিন্দুদের মনোবল শক্ত করতে এবং নিরাপত্তা দিতে সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা নিয়োগের দাবি

ঢাকা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় হামলা, খুলনায় প্রশাসনের উপস্থিতিতে কলেজছাত্র উৎসব মণ্ডলকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা, দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, মঠ-মন্দিরে হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

আজ শনিবার বিকাল চারটায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়েছে। মানববন্ধনে হিন্দু ছাত্র মহাজোট-এর সভাপতি সজীব কুণ্ডু তপুর পৌরোহিত্যে ভাষণ দিয়েছেন কোষাধ্যক্ষ পল্লব দাস, দফতর সম্পাদক সজীবচন্দ্র দাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক টিম্পল পাল, শিক্ষা ও গবেষণা সম্পাদক শুভজিৎ বিশ্বাস, সবুজ দত্ত, সুমন পাল, শুভজিৎ চক্রবর্তী, অমিত শীল, বাসুদেবচন্দ্র দাস, হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপকুমার পাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ মোহন্ত, হিন্দু মহিলা মহাজোটের সাধারণ সম্পাদক ঝরনারানি দাস প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মঠ-মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। বর্তমানেও তা অব্যাহত আছে। গতকাল চট্টগ্রামের চেরাগি মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় হামলা হয়। যা নিয়ে হিন্দু সমাজ চরম আতঙ্কের মধ্যে আছে। আওয়ামি লিগের গত ১৫ বছরে ধর্ম অবমাননার অজুহাতে দেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলে ব্যাপকভাবে হামলা করে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। মিথ্যা মামলায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ গ্রেফতার হয়েছে। আমরা আশা করেছিলাম, স্বৈরাচারী সরকারের বিদায়ে ধর্ম অবমাননার অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ হবে, কিন্তু তা হয়নি। খুলনায় উৎসব মণ্ডলকে পরিকল্পিতিভাবে ফাঁসিয়ে তাঁর ওপর হামলা হয়েছে। সে মারা গেছে, এমন খবরও প্রচারিত হয়েছে। বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা সহ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে।

বক্তারা বলেন, আমরা সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার চাই। একই সঙ্গে দেশে সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানের জন্য জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বহাল এবং একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রালয় চাই। দেশে হিন্দু সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের গেম খেলতে ব্যস্ত। সে জন্য বিভিন্ন রাজনৈতিক দল যাতে হিন্দুদের ভিকটিম বানিয়ে ফায়দা লুটতে না পারে এবং হিন্দুদের মনোবল শক্ত করতে এবং নিরাপত্তা দিতে একজন সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা নিয়োগ করার জোর দাবি জানিয়েছেন বক্তারা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande