ইরানের পরমাণুঘাঁটি লক্ষ্য করে হামলা আমেরিকার
ওয়াশিংটন, ২২ জুন (হি.স.): ইরানের তিনটি পরমাণুঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। রবিবার সে কথা নিজেই জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফোরডো, নাতানজ ও এসফাহানে পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। ট্রাম্প জানান, আমেরিকার হামলা ''
Donald Trump


ওয়াশিংটন, ২২ জুন (হি.স.): ইরানের তিনটি পরমাণুঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। রবিবার সে কথা নিজেই জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফোরডো, নাতানজ ও এসফাহানে পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা।

ট্রাম্প জানান, আমেরিকার হামলা 'সফল' হয়েছে। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি এর পরেও ইরান শান্তি প্রতিস্থাপন না করলে আরও বড়সড় হামলা হবে।

ট্রাম্পকে অভিনন্দন জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাল্টা ইরানের প্রেসিডেন্টের জবাব, ইজরায়েলের প্রতি আমাদের জবাব আরও তীব্র হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande