দাবানলের আশঙ্কায় গ্রিসে চূড়ান্ত সতর্কতা, তাপপ্রবাহ দক্ষিণ ইউরোপে
অ্যাথেন্স, ৩০ জুন (হি.স.): দাবানলের আশঙ্কায় গ্রিসে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে অ্যাথেন্সের দক্ষিণে বৃহৎ দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে হাওয়ার জেরে। উদ্ধার করা হয়েছে অন্তত ৪০ জনকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩০ জন দমকল কর্মী, ১২টি বিমান ও ১২টি
দাবানলের আশঙ্কায় গ্রিসে চূড়ান্ত সতর্কতা, তাপপ্রবাহ দক্ষিণ ইউরোপে


অ্যাথেন্স, ৩০ জুন (হি.স.): দাবানলের আশঙ্কায় গ্রিসে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে অ্যাথেন্সের দক্ষিণে বৃহৎ দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে হাওয়ার জেরে। উদ্ধার করা হয়েছে অন্তত ৪০ জনকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩০ জন দমকল কর্মী, ১২টি বিমান ও ১২টি হেলিকপ্টার।

এদিকে, দক্ষিণ ইউরোপেও ভয়াবহ তাপপ্রবাহে ইতালি, স্পেন, গ্রিস এবং পর্তুগালে পারদ পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে লিসবনে তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। জুন মাসকে স্পেনের আবহাওয়া দফতর ‘রেকর্ড-উত্তপ্ত মাস’ হিসেবে আখ্যা দিয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রকের তরফে ২১টি শহরে জারি হয়েছে সর্বোচ্চ তাপপ্রবাহ সতর্কতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande