তেল আবিব, ২৪ জুন (হি.স.): ইরান ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানালো ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাটস বলেছেন, ইরানকে কড়া জবাব দেওয়া হবে।
দ্য টাইমস অফ ইসরায়েল সংবাদপত্রের মতে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেবে। আইডিএফের মতে, প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি সামরিক কর্তা এবং জেনারেল স্টাফের প্রধান ইয়াল জামির পরিস্থিতি মূল্যায়ন করেছেন। ইরানের একটি আবাসিক ভবনে প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় চারজন মারা গিয়েছে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া