বামনগোলা, ১ আগস্ট(হি.স.): বৃহস্পতিবার বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস। এই উপলক্ষে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে আবর্জনা ফেলার জন্য দুটি টোটো উদ্বোধন করা হয়। পাকুয়াহাট অঞ্চলের বিভিন্ন স্থানে দোকান এবং বাজারের আবর্জনা সংগ্রহ করতে এই টোটো দুটি ব্যবহৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় এবং পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিডিও মনোজিৎ রায় তার বক্তব্যে বলেন, এলাকার দোকানদারদের অনুরোধ করা হচ্ছে যেখান সেখানে আবর্জনা না ফেলতে। এই টোটো গাড়িগুলি আপনার দোকানের সামনে এসে আবর্জনা সংগ্রহ করবে, তাই পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব সকলের।
এই উদ্যোগের মাধ্যমে পাকুয়াহাট অঞ্চলের পরিচ্ছন্নতা এবং পরিবেশের উন্নতি ঘটানোর লক্ষ্য রয়েছে। স্থানীয় জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়ম মেনে আবর্জনা ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায় / সোনালি