আদালতে আগাম জামিনের আবেদন খারিজ বিতর্কিত আমলা পূজার
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): চাকরি বাতিলের পর দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন পূজা খেড়কর। কিন্তু সেখানেও ধাক্কা খেলেন তিনি। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট এই রায় দেয়। উল্লেখ্য, শিক্ষানবীশ আ
Puja Khedkar


নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): চাকরি বাতিলের পর দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন পূজা খেড়কর। কিন্তু সেখানেও ধাক্কা খেলেন তিনি। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট এই রায় দেয়।

উল্লেখ্য, শিক্ষানবীশ আইএএস পূজা খেড়করের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ইউপিএসসি কর্তৃপক্ষ। বুধবার পূজার আইএএস পদ বাতিল করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে ইউপিএসসি পরিচালিত আর কোনও পরীক্ষাই দিতে পারবেন না পূজা। ইউপিএসসি জানিয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষা-র আবেদনে অনিয়মের জন্য, আইএএস অফিসার হিসেবে পূজার পদ বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে তিনি ইউপিএসসি পরিচালিত আর কোনও পরীক্ষাও দিতে পারবেন না। ইউপিএসসি এক বিবৃতিতে জানায়, এ বিষয়ে তাঁকে একটি শোকজ নোটিস দেওয়া হয়েছিল। গত ১৮ জুলাই পাঠানো ওই নোটিসে ২৫ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। শোকজের জবাব দেওয়ার বদলে তিনি ৪ আগস্ট পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন করেছিলেন। কিন্তু ইউপিএসসি তাঁকে ৩০ জুলাই পর্যন্ত সময় দেয়। জানিয়ে দেওয়া হয় এটাই চূড়ান্ত সময়সীমা। তারপরও কোনও জবাব না দেওয়ায় পদক্ষেপ নেয় ইউপিএসসি। প্রসঙ্গত, গত জুন মাসে বিতর্কে জড়িয়ে পড়েন পূজা। সেই সময় তিনি প্রথম কাজে যোগ দিয়েই নীলবাতি লাগানো ব্যক্তিগত গাড়ি ব্যবহার শুরু করেন। এছাড়াও ওই পদে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়, তাও তিনি করেছিলেন। এর জন্য তাঁকে বদলি করে দেওয়া হয়। সপ্তাহ কয়েক আগে মহারাষ্ট্র সরকারের জেলা প্রশিক্ষণ কর্মসূচি থেকেও পূজাকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর প্রশিক্ষণ স্থগিত রেখে, তাঁকে মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি পূজা যেসব নথি পেশ করেছিলেন তাতেও জালিয়াতির অভিযোগ ওঠে। ইউপিএসসি-র অভিযোগের ভিত্তিতে পূজার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করে দিল্লি পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ / সোনালি




 

 rajesh pande