কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্কিত ভারতীয় উদ্যোক্তারা
নয়াদিল্লি ও সার (কানাডা), ১১ জুলাই (হি.স.): কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সার শহরে কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ’স ক্যাফে’-তে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। সূত
কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্কিত ভারতীয় উদ্যোক্তারা


নয়াদিল্লি ও সার (কানাডা), ১১ জুলাই (হি.স.): কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সার শহরে কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ’স ক্যাফে’-তে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, ওই ঘটনায় অন্তত ৯ রাউন্ড গুলি চালানো হয়, তবে কেউ আহত হননি। ‘ক্যাপ’স ক্যাফে’ জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনির রেস্তোরাঁ শিল্পে প্রথম পদক্ষেপ। কয়েক সপ্তাহ আগেই এই ক্যাফে উদ্বোধন হয়েছে।

শুক্রবার জানা গেছে, এই গুলিবর্ষণের ঘটনার পর, শুধু কপিল শর্মা নয় সার অঞ্চলের অন্যান্য ভারতীয় উদ্যোক্তারা ভীত। এখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় কানাডিয়ান সরকারের কাছে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির আবেদন জানিয়েছে। ভারতীয় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে স্থানীয় প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande