মুম্বই, ১১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল এবং এনসিবি-আবু ধাবির সহযোগিতায় সিন্থেটিক ড্রাগ মামলার মূল অভিযুক্ত কুব্বাওয়ালা মুস্তাফাকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে ফেরানো হয়েছে বলে খবর। মুম্বই পুলিশের তালিকাভুক্ত পলাতক মুস্তাফাকে শুক্রবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। অভিযুক্ত মুস্তাফা বিদেশ থেকে পরিচালিত একটি বৃহৎ সিন্থেটিক ড্রাগ তৈরির চক্রের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে কুরলা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাঙ্গলি জেলার একটি ফ্যাক্টরি থেকে ১২৬.১৪১ কেজি মেফেড্রোন বাজেয়াপ্ত করে, যার বাজারমূল্য প্রায় ২.৫২২ কোটি টাকা। মুস্তাফার বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট দাখিল হয়েছে এবং আদালতের তরফে ‘ওপেন ডেটেড’ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ