শুক্রে পতন শেয়ার বাজারে, সেনসেক্স নামল প্রায় ৭০০
মুম্বই, ১১ জুলাই (হি.স.): শেয়ার বাজার আরও কিছুটা পড়ল শুক্রবার। এই নিয়ে পতন গড়াল টানা তিন দিনে। এ দিন সেনসেক্স ৬৮৯.৮১ পয়েন্ট নেমে থিতু হয়েছে ৮২,৫০০.৪৭ অঙ্কে। লেনদেন চলাকালীন ৭৪৮.০৩ পড়ে গিয়েছিল। আর নিফ্‌টি ২০৫.৪০ হোঁচট খেয়ে দিন শেষে করেছে ২৫,১৪৯.৮৫-
share stock


মুম্বই, ১১ জুলাই (হি.স.): শেয়ার বাজার আরও কিছুটা পড়ল শুক্রবার। এই নিয়ে পতন গড়াল টানা তিন দিনে। এ দিন সেনসেক্স ৬৮৯.৮১ পয়েন্ট নেমে থিতু হয়েছে ৮২,৫০০.৪৭ অঙ্কে। লেনদেন চলাকালীন ৭৪৮.০৩ পড়ে গিয়েছিল। আর নিফ্‌টি ২০৫.৪০ হোঁচট খেয়ে দিন শেষে করেছে ২৫,১৪৯.৮৫-তে। সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সেক্টরাল ইনডেক্সগুলির পারফরম্যান্সও ছিল দুর্বল। নিফটি ফার্মা এবং নিফটি এফএমসিজি বাদে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সমস্ত সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে শুক্রবার। নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি মেটালের মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। নিফটি ক্যাপিটাল মার্কেট (২.০৩%), নিফটি ইন্ডিয়া ডিফেন্স (১.৯৪%), নিফটি আইটি (১.৭৮%) এবং নিফটি অটো (১.৭৭%) সেক্টরাল সূচকের পতন হয়েছে সবচেয়ে বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande