৬ পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে, পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের
কলকাতা, ১১ জুলাই (হি.স.): বীরভূমের বাসিন্দা ৬ পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় পশ্চিমবঙ্গ এবং দিল্লি সরকারের মুখ্যসচিবকে একে অপরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্
High Court Calcutta


কলকাতা, ১১ জুলাই (হি.স.): বীরভূমের বাসিন্দা ৬ পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় পশ্চিমবঙ্গ এবং দিল্লি সরকারের মুখ্যসচিবকে একে অপরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷

পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-সহ সব পক্ষকে এই বিষয়ে খোঁজখবর করে আগামী বুধবার হলফনামা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ৷

শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, 'হেবিয়াস কর্পাস' মামলায় আদালত চাইলে কেন্দ্রীয় সরকারের থেকে রিপোর্ট তলব করে, তাদের বক্তব্য জানতে চাইতে পারে৷ উল্লেখ্য, দিল্লির রোহিণী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল বীরভূমের বাসিন্দা তথা বাংলার ছ’জন পরিযায়ী শ্রমিককে৷

এ দিন মামলাকারীদের পক্ষে আইনজীবী রঘুনাথ চক্রবর্তী আদালতে জানান, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের সম্পূর্ণ বেআইনিভাবে ধরে 'পুশব্যাক' করা হয়েছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ওড়িশায় আটক ও হেনস্তার শিকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্র৷ সেই ঘটনায় দুই ওড়িশা সরকারের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷

বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে, কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কোন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছিল তাঁদের? কোনও এফআইআর দায়ের হয়েছে কি ? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন? এই সমস্ত প্রশ্ন রাজ্যের মুখ্যসচিব মারফত ওড়িশা সরকারের কাছে জানতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande