টি রাজা সিং-এর পদত্যাগপত্র গ্রহণ বিজেপির
নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং-এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং-এর জারি করা চিঠি অনুসারে, টি রাজা সিং-এর উত্থাপিত সমস্ত বিষয়কে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করে প
টি রাজা সিং-এর পদত্যাগপত্র গ্রহণ বিজেপির


নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং-এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং-এর জারি করা চিঠি অনুসারে, টি রাজা সিং-এর উত্থাপিত সমস্ত বিষয়কে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

শুক্রবার অরুণ কুমারের জারি করা চিঠিতে বলা হয়েছে যে, টি রাজা সিং লোধ ৩০ জুন তেলেঙ্গানা বিজেপির রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সেটি বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডার নজরে আনা হয়েছিল। জেপি নাড্ডা টি রাজা-র উত্থাপিত বিষয়টিকে অপ্রাসঙ্গিক এবং দলের আদর্শ এবং নীতির পরিপন্থী বলে বর্ণনা করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande