কপিল শর্মার রেস্তোরাঁয় গুলিবর্ষণ, প্রতিক্রিয়া টিম ‘ক্যাপ’স ক্যাফে’র
নয়াদিল্লি ও সার (কানাডা), ১১ জুলাই (হি.স.): কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সার শহরে কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ’স ক্যাফে’-তে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। সূত
কপিল শর্মার রেস্তোরাঁয় গুলিবর্ষণ, প্রতিক্রিয়া টিম ‘ক্যাপ’স ক্যাফে’র


নয়াদিল্লি ও সার (কানাডা), ১১ জুলাই (হি.স.): কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সার শহরে কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ’স ক্যাফে’-তে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, ওই ঘটনায় অন্তত ৯ রাউন্ড গুলি চালানো হয়, তবে কেউ আহত হননি। ‘ক্যাপ’স ক্যাফে’ জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনির রেস্তোরাঁ শিল্পে প্রথম পদক্ষেপ। কয়েক সপ্তাহ আগেই এই ক্যাফে উদ্বোধন হয়েছে। এই ঘটনার পর একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। টিম ‘ক্যাপ’স ক্যাফে’ এই ঘটনায় শোকপ্রকাশ করেছে। পাশাপাশি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা মানুষকে একত্রিত করার জন্য এবং তাদের একটি দুর্দান্ত কফি অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যে এই ক্যাফেটি শুরু করেছি। আমাদের এই স্বপ্ন হিংসার শিকার হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। বর্তমানে, আমরা এই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, তবে আমরা পিছু হটবো না।

এর পাশাপাশি পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছে কপিল শর্মার টিম ‘ক্যাপ’স ক্যাফে’। বলেছে, আপনাদের সমস্ত সমর্থনের জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই কঠিন সময়ে আপনারা যে বার্তাগুলি পাঠিয়েছেন, যে প্রার্থনা করেছেন তা আমাদের কাছে যথেষ্ট অর্থবহ। আপনাদের এই ভালবাসা এবং বিশ্বাসের জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ থাকব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande