অমরনাথ যাত্রা: জম্মু থেকে ফের রওনা ৬,৪৮২ তীর্থযাত্রী
জম্মু, ১১ জুলাই (হি.স.): জম্মুর ভাগবতী নগর যাত্রী নিবাস থেকে শুক্রবার ভোরে আরও ৬,৪৮২ জন তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবার যাত্রা শুরুর মাত্র আট দিনের মধ্যেই বাবার দর্শন করেছেন ১.৪৫ লক্ষেরও বেশি ভক্ত। প্রথম দফায় ১০৭টি গাড়িতে ২,৩৫৩ যাত
অমরনাথ যাত্রা: জম্মু থেকে ফের রওনা ৬,৪৮২ তীর্থযাত্রী


জম্মু, ১১ জুলাই (হি.স.): জম্মুর ভাগবতী নগর যাত্রী নিবাস থেকে শুক্রবার ভোরে আরও ৬,৪৮২ জন তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবার যাত্রা শুরুর মাত্র আট দিনের মধ্যেই বাবার দর্শন করেছেন ১.৪৫ লক্ষেরও বেশি ভক্ত। প্রথম দফায় ১০৭টি গাড়িতে ২,৩৫৩ যাত্রী রওনা দেন। দ্বিতীয় দফায় ১৬১টি গাড়িতে ৪,১২৯ তীর্থযাত্রীকে নিয়ে বেসক্যাম্পের দিকে এগিয়ে যায়। অন্যদিকে, বৃহস্পতিবার পহেলগাঁওয়ে ছড়ি মুবারক-এর ভূমিপুজো সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার মধ্যেই চলেছে যাত্রা। সেনা, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি-সহ বিভিন্ন বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ১৮০টি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে। ৩ জুলাই থেকে শুরু হওয়া এই তীর্থযাত্রা চলবে ৯ আগস্ট পর্যন্ত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনেক যাত্রী সরাসরি বালতাল ও পহেলগাঁও গিয়েও স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে যাত্রায় অংশ নিচ্ছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande