আত্রেয়ী নদীর ড্যামে বেড়া দিচ্ছে সেচদফতর, ব্যয় ১৫ লক্ষ টাকা
বালুরঘাট, ১ আগস্ট(হি.স.): বালুরঘাটে আত্রেয়ী নদীর ড্যাম সংলগ্ন দু’পাড়ে বেড়া দেওয়ার কাজ শুরু করতে চলেছে সেচদফতর। ইতিমধ্যেই এই কাজের টেন্ডার করা হয়েছে এবং এর জন্য ব্যয় হবে ১৫ লক্ষ টাকা। মূল উদ্দেশ্য হল ড্যামের আশপাশে কেউ যাতে জলে নামতে না পারে এবং দুর্ঘ
আত্রেয়ী নদীর ড্যামে বেড়া দিচ্ছে সেচদপ্তর, ব্যয় ১৫ লক্ষ টাকা


বালুরঘাট, ১ আগস্ট(হি.স.): বালুরঘাটে আত্রেয়ী নদীর ড্যাম সংলগ্ন দু’পাড়ে বেড়া দেওয়ার কাজ শুরু করতে চলেছে সেচদফতর। ইতিমধ্যেই এই কাজের টেন্ডার করা হয়েছে এবং এর জন্য ব্যয় হবে ১৫ লক্ষ টাকা। মূল উদ্দেশ্য হল ড্যামের আশপাশে কেউ যাতে জলে নামতে না পারে এবং দুর্ঘটনা এড়ানো যায়।

সেচদফতরের বালুরঘাট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র জানান, ড্যামের দু’পাশে কংক্রিট ও লোহার নেটের বেড়া দেওয়া হবে। নদীর জল কমলেই কাজ শুরু হয়ে যাবে। এই উদ্যোগের পেছনে রয়েছে গত এক বছরে ড্যাম সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া তিনটি মৃত্যুর ঘটনা এবং একাধিক মানুষের তলিয়ে যাওয়ার ঘটনা।

ড্যামের সৌন্দর্য্যের কারণে বহু মানুষ এখানে ভিড় করে, বিশেষ করে বর্ষার জলস্রোত দেখতে ও শুকনো মরশুমে স্নানের জন্য। এছাড়া সারা বছরই যুবক-যুবতীরা রিলস ও সেল্ফি তুলতে এখানে আসেন। ফলে দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বাড়ছে। সেচদফতরের এই উদ্যোগে দুর্ঘটনা কমবে বলে মনে করছে প্রশাসন।

সেচদফতর সূত্রে জানা গেছে, ড্যামের পূর্ব ও পশ্চিম পাড়ে ১০০ মিটার করে ফেন্সিং করা হবে, যা নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করবে। পাশাপাশি, দু’পাড়েই ড্যাম থেকে দূরে নিরাপদ স্থানে সিঁড়ি তৈরি হবে। এর ফলে জায়গাটি যেমন সুরক্ষিত হবে, তেমনি ড্যামের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

বালুরঘাট পুরসভাও ওই জায়গাটির সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে। বসার জায়গা ও আলোর বন্দোবস্ত করা হবে। আত্রেয়ীর জল ধরে রাখতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও জেলা প্রশাসন এবং সেচদফতরের তরফে ৩৩ কোটি টাকা ব্যয়ে এই ড্যাম নির্মাণ করা হয়েছে। গত বছর মে মাসে এই ড্যাম চালু হয়। তবে গরমের স্নান ও অন্যান্য কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় সেচদফতর এই ঘেরার বন্দোবস্ত করছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায় / সোনালি




 

 rajesh pande