কলকাতা, ১ আগস্ট(হি.স.): প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে গত কয়েক দিন ধরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। উপাচার্যকে ঘেরাও করে তারা জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষে ভর্তি থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত ফি বৃদ্ধি করা হয়েছে, অথচ এই বিষয়ে ছাত্রছাত্রীদের আগে থেকে কিছুই জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। তাদের দাবি, যতক্ষণ না ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে, ততক্ষণ এই ঘেরাও ও বিক্ষোভ চলবে। ছাত্রছাত্রীদের অভিযোগ, এই ফি বৃদ্ধি তাদের জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করবে এবং শিক্ষার সুযোগ সীমিত করবে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও চাপের মুখে রয়েছে এবং আলোচনা শুরু করার চেষ্টা করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায় / সোনালি