পুলিশ একাডেমিতে চিঠি লিখেছেন বিনীত গোয়েলের নামে বিজেপির সাংসদ
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : বিতর্ক পিছু ছাড়ছে না । কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ট্রেনিং নিয়েছেন জাতীয় পুলিশ একাডেমিতে। তৎকালীন সময়েই কেমন ছিলেন তিনি অনুশীলন পর্বে। পুরুলিয়া জেলার একমাত্র বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এ নিয়
পুলিশ একাডেমিতে চিঠি লিখেছেন বিনীত গোয়েলের নামে বিজেপির সাংসদ


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : বিতর্ক পিছু ছাড়ছে না । কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ট্রেনিং নিয়েছেন জাতীয় পুলিশ একাডেমিতে। তৎকালীন সময়েই কেমন ছিলেন তিনি অনুশীলন পর্বে। পুরুলিয়া জেলার একমাত্র বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এ নিয়ে প্রশ্ন তুলেছেন। একদা হায়দরাবাদ অধুনা তেলেঙ্গানার সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির অধিকর্তাকে চিঠি লিখে এ ব্যাপারে বিশদে জানতে চাইলেন। এই মুহূর্তে কলকাতায় আর জি কর হাসপাতালের মর্মান্তিক মৃত্যু ও খুন এবং ধর্ষণের ঘটনায় হতচকিত রাজ্যের বাসিন্দারা।কলকাতার পুলিশ কমিশনার হয়ে ও এই ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য প্রমান লোপাটের পাশাপাশি পুলিশের উপস্থিতিতে ভাঙচুর করা হয়েছে ঘটনাস্থলের লাগোয়া এলাকায়। সুতরাং ওই পুলিশ কমিশনারের প্রতি বিশ্বাস যোগ্যতা ও স্বচ্ছতা এবং সর্বোপরি জনসাধারণের নিরাপত্তা সংক্রান্ত যে দায়িত্ব তা পালন করতে অসমর্থ। এর আগেও তিনি ২০১৩ সালে কামদুনিতে নারী নির্যাতন ও খুনের ঘটনায় তদন্ত এমন অসহযোগিতার দায়িত্ব পালন করেন। এর ফলে, দায়িত্বপ্রাপ্ত ওই পুলিশ অফিসারের কর্তব্যনিষ্ঠার প্রশ্ন সমানভাবে জড়িত। সেই দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই বিষয়ে আলোকপাত ও ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত চিঠি পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande