কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): ইডি-র তলব পেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বুধবার সকালে তিনি পৌঁছন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে। সূত্রের খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে। এর আগে চলতি বছরের মার্চ মাসে মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ইডি, তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। আর বুধবার প্রবর্তন নির্দেশালয়ের বাড়িতে হাজিরা দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরের মন্ত্রী হলেন চন্দ্রনাথ। সম্প্রতি অখিল গিরি মন্ত্রিত্ব ছাড়ার পরে তাঁর হাতে থাকা কারা দফতরের দায়িত্বও সরকার দিয়েছিল চন্দ্রনাথকে। সেই চন্দ্রনাথের নাম প্রথম নিয়োগ মামলায় প্রকাশ্যে আসে তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরিতে তাঁর নামের উল্লেখ পাওয়ার পরে। প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলির কুন্তল।
হিন্দুস্থান সমাচার / রাকেশ