আবারও আইপিএলে রাজস্থানের কোচ হয়ে ফিরছেন দ্রাবিড়
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আবারও আইপিএলে রাজস্থানের প্রধান কোচ হয়ে ফিরছেন রাহুল দ্রাবিড়। এরই মধ্যে রাজস্থানের সঙ্গে চুক্তিও করে ফেলেছেন তিনি। ২০১২ এবং ২০১৩ সালের আসরে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। তাছাড়া খেলা ছাড়ার পর পরের দুই মরসুমে টিম ড
আবারও আইপিএলে রাজস্থানের কোচ হয়ে ফিরছেন দ্রাবিড়


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আবারও আইপিএলে রাজস্থানের প্রধান কোচ হয়ে ফিরছেন রাহুল দ্রাবিড়। এরই মধ্যে রাজস্থানের সঙ্গে চুক্তিও করে ফেলেছেন তিনি।

২০১২ এবং ২০১৩ সালের আসরে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। তাছাড়া খেলা ছাড়ার পর পরের দুই মরসুমে টিম ডিরেক্টর এবং মেন্টর হিসেবে কাজ করেছিলেন।

বর্তমানে রাজস্থানের প্রধান কোচের দায়িত্বে আছেন লঙ্কান কুমার সাঙ্গাকারা। জানা গেছে রাহুল প্রধান কোচের দায়িত্বে ফিরলে সাঙ্গাকারা রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত থেকে কাজ করবেন। আর দ্রাবিড়ের সহকারী কোচ হিসেবে থাকতে পারেন বিক্রম রাঠোর।

উল্লেখ্য আইপিএলের অভিষেক আসরে শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande