
লন্ডন, ১৩ ডিসেম্বর (হি.স.) : অবসরের সিদ্ধান্ত নিলেন চেলসির প্রাক্তন মিডফিল্ডার অস্কার। কিছুদিন আগে সাও পাওলোর অনুশীলন মাঠে ফিটনেস এক্সারসাইজ টেস্ট চলাকালীন হঠাৎ লুটিয়ে পড়ার পর অস্কার অবসরের কথা ভাবছেন বলে শোনা গিয়েছিল। পরে চিকিৎসকরা তাঁর ভ্যাসোভ্যাগাল সিনকোপ ধরা পড়ার কথা জানান। এটি এমন একটি অবস্থা, যেখানে হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ কমে যায়।
৩৪ বছর বয়সী অস্কার গত ডিসেম্বর শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরেছিলেন চিনের ক্লাব ফুটবলে দীর্ঘ দিন খেলার পর। কিন্তু ভয়ংকর অভিজ্ঞতার পর ক্লাবকে নিজের কেরিয়ার শেষ করার ইচ্ছার কথা জানিয়েছেন অস্কার।
এই আকস্মিক খবরে থমকে গেল তাঁর বর্ণাঢ্য কেরিয়ার। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
চেলসির হয়ে অস্কার ২০৩টি ম্যাচ খেলে ৩৮টি গোল করেন এবং দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ ও একটি লিগ কাপ জয় করেন। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারে তিনি সাংহাইতে পাড়ি জমান। চিনে তাঁর সময়টা ছিল ট্রফি ও আর্থিক সাফল্যে ভরপুর, তবে ব্রাজিলে ফেরা তাঁর অধ্যায়টি অপ্রত্যাশিতভাবে মাঠের পারফরম্যান্স নয়, শেষ হতে যাচ্ছে চিকিৎসাজনিত কারণেই।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি