মেয়েদের অনূর্ধ্ব - ১৯, অন্ধ্রকে ৪৪ রানে হারিয়ে জয়ী বাংলা
মুম্বই, ১৩ ডিসেম্বর (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফি এলিটে দাপুটে জয় বাংলার। এদিন, ৪৪ রানে অন্ধ্রকে হারিয়ে জিতেছে। মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে শনিবার মেয়েদের অনূর্ধ্ব - ১৯ একদিনের এই খেলায় খেলায় অনায়াসেই জয়। উল্লেখ্য, এদিন টসে জিতে
অন্ধ্রকে ৪৪ রানে হারিয়ে মুম্বইয়ে বাংলার জয়


মুম্বই, ১৩ ডিসেম্বর (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফি এলিটে দাপুটে জয় বাংলার। এদিন, ৪৪ রানে অন্ধ্রকে হারিয়ে জিতেছে। মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে শনিবার মেয়েদের অনূর্ধ্ব - ১৯ একদিনের এই খেলায় খেলায় অনায়াসেই জয়। উল্লেখ্য, এদিন টসে জিতে ফিল্ডিং নেয় অন্ধ্র।

ঈপ্সিতা মণ্ডলের নেতৃত্বাধীন বাংলা নির্ধারিত ৫০ ওভারে ৭/২৬৪ রান তোলে। দিয়া নন্দী ৭২ বলে ৬৮ রান, শিবাংশী ৯৫ বলে ৫৬ রান ও প্রিয়াঙ্কা গোলদার ৪৪ বলে অপরাজিত ৪৫ রান। সিএইচ তামান্না'র ২ উইকেট।

অন্যদিকে, এর জবাবে খেলতে নেমে এদিন ৪৭.৪ ওভারে ২২০ রানে ইনিংস শেষ করে অন্ধ্র। সেতু সাই ভি সর্বাধিক - ৫৭ রান করে। রিয়া কুমারী মাহাতো, কোয়েল সরকার ও প্রিয়াঙ্কা গোলদার ২টি করে উইকেট দখল করে। জাহ্নবী রাজ পাসোয়ান ও স্নিগ্ধা বাগের ঝুলিতে উইকেট ১টি করে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande