
কটক, ১৩ ডিসেম্বর (হি. স.) : বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে বাংলা।
শনিবার দ্বিতীয় দিনের খেলায় অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে এই মুহূর্তে এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন বাংলা দল। যদিও এদিন প্রথম ইনিংসে লিড নিল ঝাড়খণ্ড। কটকের ড্রিমস গ্রাউন্ডে এই খেলায় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে রাজেশ মণ্ডলের নেতৃত্বাধীন বাংলা দলের স্কোর ৮ ওভারে ১/১২ রান। ঝাড়খণ্ড ১৬ রানে এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলার ২২১ রানের জবাবে শনিবার ঝাড়খণ্ডের প্রথম ইনিংস ৯০ ওভারে ২৪৯ রানে শেষ হয়। অধিনায়ক তন্ময় ২২৩ বলে সর্বাধিক ৯৮ রান করে। ত্রিপর্ণ সামন্ত ও আকাশ যাদব তিনটি করে উইকেট দখল করে। দুটি করে উইকেট নেয় এমডি আশিফ ও উৎসব শুক্লা।
বাংলার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার শ্রেয়ম ঘোষ ১০ বলে শূন্য রানে ফিরেছে। চিরন্তন সাহু ৬ রানে ও উৎসব শুক্লা ৫ রানে অপরাজিত। আগামীকাল শেষ দিন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত