প্ৰয়াত বাজারিছড়া কালাছড়ার নিশু রায়
প্ৰয়াত বাজারিছড়া কালাছড়ার নিশু রায়
Deacesed Nishu Roy


বাজারিছড়া (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : প্ৰয়াত করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ার কালাছড়ার বাসিন্দা নিশু রায়। আজ বুধবার বেলা দেড়টা নাগাদ নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। রেখে গেছেন স্ত্রী, এক পুত্র রূপক, দুই কন্যা, পুত্রবধূ, নাতি-নাতিনি ও আত্মীয়স্বজনকে।

জানা গে‌ছে, কিছুদিন ধরে জটিল রোগে ভুগছিলেন নিশু রায়। কঠোর পরিশ্রমী ও স্বল্পভাষী নিশু রায় কর্মজীবনে ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদে গৃহগ্রাম তথা বৃহত্তর বাজারিছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজই নিজের গ্রামে অস্থায়ী শ্মশানঘা‌টে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁর শেষকৃত্যে স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন।

নিশু রায়ের মৃত্যুল‌তে তাঁর পরিচিত মহলের বহুজন শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande