দামোহ, ৮ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের দামোহ জেলায় প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। বৃষ্টি দুর্যোগের মধ্যেই গৃহহীন হয়ে পড়লেন দু'টি পরিবারের সদস্যরা। ভাউদি গ্রামে প্রবল বৃষ্টিপাতের কারণে একটি মাটির ঘর ভেঙে পড়ে, দু'টি পরিবার গৃহহীন হয়ে পড়ে। একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বলেন, রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই রাত ৮-৯টার দিকে আমরা ঘর থেকে বেরিয়ে আসি। হঠাৎ করেই ঘরটি ভেঙে পড়ে। আমাদের প্রায় ২-২.৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অসহায় পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে সাহায্য চাইছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ