খড়গপুর, ৮ জুলাই (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুড়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনের ওপর পড়ল একটি ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ট্রাকের চালকের, এছাড়াও ট্রাকে থাকা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার খড়গপুরের নিমপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে, লোহার রডবোঝাই একটি ট্রাক ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনের উপর পড়ে যায়। প্রবল বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা কম থাকায় নদীয়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং একজন শ্রমিক গুরুতর আহত হন এবং তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। রেলওয়ে কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ