বিলাসীপাড়ার উচ্ছেদস্থলে আটক বিধায়ক অখিল, উত্তেজিত বেদখলকারীদের হামলায় জখম তিন পুলিশকর্মী, এক্সক্যাভ্যাটরে ভাঙচুর
বিলাসীপাড়া (অসম), ৮ জুলাই (হি.স.) : বিলাসীপাড়ার উচ্ছেদস্থলে বিধায়ক তথা রাইজর দল-এর প্রধান অখিল গগৈকে আটক করেছে পুলিশ। উত্তেজিত বেদখলকারীদের বেজায় হামলা-হুজ্জতি। এতে জখম হয়েছে তিনজন পুলিশকর্মী। এছাড়া উত্তেজিত বেদখলকারীরা একের পর এক এক্সক্যাভ্যাটরে
এক্সক্যাভ্যাটরে ভাঙচুর


বিলাসীপাড়া (অসম), ৮ জুলাই (হি.স.) : বিলাসীপাড়ার উচ্ছেদস্থলে বিধায়ক তথা রাইজর দল-এর প্রধান অখিল গগৈকে আটক করেছে পুলিশ। উত্তেজিত বেদখলকারীদের বেজায় হামলা-হুজ্জতি। এতে জখম হয়েছে তিনজন পুলিশকর্মী। এছাড়া উত্তেজিত বেদখলকারীরা একের পর এক এক্সক্যাভ্যাটরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পালিয়ে প্রাণ রক্ষা করেছেন এক্সক্যাভ্যাটরের চালকরা। বিস্তারিত খবরের অপেক্ষায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande