নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): দিল্লিতে এলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মঙ্গলবার দিল্লির কাশ্মীরি গেট এলাকায় হনুমান মন্দিরে পুজো দিয়েছেন তিনি। দিল্লিতে মুখ্যমন্ত্রী ধামির সফর সম্পর্কে বিশদ কিছু জানা যায়নি।
মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, আজ ভগবান হনুমানের দিন। আমরা তাঁর দর্শন করেছি এবং তাঁর আশীর্বাদ নিয়েছি... আমি সকলের সুখ ও অগ্রগতির জন্য প্রার্থনা করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ ও রাজ্য বিশ্বনেতা, উন্নত ভারত হয়ে উঠুক এবং সকল বাধা দূর হোক। আমি আশীর্বাদ নিয়েছি এবং সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ