কলকাতা, ৮ জুলাই (হি.স.): বুধবার ধর্মঘটের দিন ট্যাক্সি ক্যাব বন্ধের কথা ঘোষণা করেছে সিটু এবং এআইটিইউসি।
তারা জানিয়েছে, ওইদিন তাদের সংগঠনের কোনও চালক গাড়ি নামাবে না বলে জানানো হয়েছে। এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি ও ক্যাব সংগঠনের আহ্বায়ক নওয়ালকিশোর শ্রীবাস্তব জানান, শ্রমিকদের স্বার্থে এই ধর্মঘটে কোনও গাড়ি রাস্তায় নামবে না। তবে, অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, বাসের চাবি থাকে চালকদের হাতে। তাঁরা এলেই বাস বেরবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি যারা এই ধর্মঘটের ডাক দিয়েছে, তাদের অভিযোগ, মোদী সরকারের প্রস্তাবিত শ্রম কোড অনুযায়ী, কর্মঘণ্টা বাড়িয়ে ১২ ঘণ্টা করা হচ্ছে, এবং সংগঠিত ক্ষেত্রের প্রায় ৭৫ শতাংশ শ্রমিক শ্রমসুরক্ষা থেকে বাদ পড়বেন। এই শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ৯ জুলাই দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ৯ জুলাই চারটি শ্রমকোড বাতিলের দাবি-সহ কেন্দ্র সরকারের 'জনবিরোধী নীতি'র বিরুদ্ধে সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে বামেরা। ধর্মঘট সফল করতে ৭ জুলাই সোমবার প্রবল বৃষ্টির মধ্যে ধর্মতলা থেকে মিছিল করে বামেদের একাধিক সংগঠনের কয়েকশো কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত