কলকাতা, ৮ জুলাই (হি.স.): “তিনি আমার থেকে সিনিয়র লিডার। তাঁর প্রতি শ্রদ্ধা আছে।” মঙ্গলবার বিজেপি-র রাজ্য সভাপতির দায়িত্বপ্রাপ্তির পর তাঁর সঙ্গে প্রথম বৈঠকের পর এ কথা বললেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এমন ধারণা তৈরি হয়েছিল যে, একুশে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে। এবং এদিন শমীকবাবুর কাছে দিলীপবাবুর আসায় অনেক বিজেপি কর্মী একটা ধন্ধে ছিলেন, দিলীপ ঘোষ কী করবেন ? কী বলবেন?
বৈঠকে দিলীপবাবু সাংবাদিকদের বলেন, “দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয়, বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে। এবং তাঁরা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে।
আমরা জল্পনা, কল্পনায় বিশ্বাস করি না। আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে। উনিশে হাফ। একুশে সাফ। একুশে সাফ হয়নি, যেটা বেঁচে গেছে, ছাব্বিশে সাফ।..বিজেপি নিরন্তর এগোচ্ছে। নির্বাচনে ভাল ফল হয়েছে।
শমীকদা আমার থেকে দলের পুরনো সদস্য। আমি যখন পার্টিতে আসি, যখন (বিজেপি) রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। আমি ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমিও রাজ্য সভাপতি হই। বিধায়ক, সাংসদ হই।
আমিও বলেছিলাম, তিনিও বলেছেন, সবাইকে কাজ করতে হবে। এরপরে যেমন যেমন পরিকল্পনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত